চাঁদপুরের মতলব উত্তরে ৬টি নতুন ভবন উদ্বোধন করেন নুরুল আমিন রুহুল এমপি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আমিয়াপুর ডাক্তার কমল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করছে। তিনি আরও বলেন, মতলবের মানুষ শান্তিপ্রিয়। তাই মতলবের শান্ত পরিবেশকে কেউ অশান্তি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রিয়াজুর হাসান রিয়াজ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, বিমানবন্দর থানা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ভূ্ঁইয়া, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড: মহসিন মিয়া মানিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here