মতলব উত্তরে জব্দকৃত ১২ মন মা ইলিশ ১২টি এতিমখানায় বিতরণ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে প্রায় ১২ মন মা ইলিশ মাছ জব্দ করা করা হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়।

জব্দকৃত মা ইলিশ বিরতণের সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাঈম মিয়াজী’সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার বলেন, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here