প্রায় পাঁচ কোটি টাকা লাক্ষে মূখ দেখতে যাচ্ছে ঝিনাইদহের বিএডিসি দত্তনগরস্থ খামার

0
প্রায় পাঁচ কোটি টাকা লাক্ষে মূখ দেখতে যাচ্ছে ঝিনাইদহের বিএডিসি দত্তনগরস্থ খামার

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া ,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  ( বিএডিসি) দত্তনগর (খামার) ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় পাঁচ কোটি টাকা লাক্ষে অংশিদার হতে যাচ্ছে।  তথ্য অনুসন্ধানে জানা যায় পাঁচ খামারের সন্ময়ে গঠিত দত্তনগর বীজ উৎপাদন খামার।

যার  আয়াতন প্রায় ২৭৩৭ একর। সারা বছর প্রায় ১৫০০ /১৭০০জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যাবস্থা যা অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করে। মহামারি করোনা  ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাচতে সারাবিশ্ব যখন ঘরবন্দি মানুষ। তখন বিএডিসির সকল  কর্মকর্তা কর্মচারীগন নিজেদের জীবন বাজী রেখে রাতদিন অক্লান্ত প্রচেষ্টায় গত ২০১৯- ২০২০ অর্থ বছরে আউশ, আমন ও বোরো মৌসুমে ভিত্তিবীজ ও হাইব্রিড বীজ উৎপাদনে  অভাবনীয় সাফল্য অর্জন করে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করেছে।

গত ২০১৯-২০২০  অর্থ বছরে ২৭৩১ মেঃটন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে ৩০৪৩ মেঃটন উৎপাদন করতে সক্ষম হয়।অতিরিক্ত ৩১২ মেঃটন বীজের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫০০০০০০/- (চার
কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।এই খামার সমুহের কার্যক্রম তথা বিএডিসির কর্মকর্তা  আগামিতে কৃষিকে আরো সুন্দর, সমৃদ্ধ ও সাফল্যমন্ডিত করবে বলে আশা ব্যক্ত করেন যুগ্ন- পরিচালক কৃষিবিদ জনাব সেলিম হায়দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here