মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে প্রথম কোভিড ১৯ রোগী সনাক্ত।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সৈয়দ সুমন: হবিগঞ্জের  মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে প্রথম কোভিড ১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।  আক্রান্ত রোগীর নাম সুমন মিয়া(২৭)। তিনি চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের গফুর মিয়ার ছেলে। সুমনের বড় ভাই মামুন মিয়া জানান সর্দি জ্বর ও শরীর  ব্যাথা থাকায় গত ৯ জোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ছোট ভাই সুমন মিয়ার নমুনা জমা দেয়া হয়।

২২ জোন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমন কে কোভিড-১৯  পজেটিভ সনাক্ত  হয়েছে বলে জানায়। তবে বর্তমানে সুমন মিয়ার কোন উপসর্গ নেই। চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া জানান আমার ইউনিয়নে এটিই প্রথম  করোনা সনাক্ত  হওয়া রোগী। এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে যোগাযোগ করা হয়েছে। আক্রান্ত পরিবারটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ দিকে সুত্রে জানা যায়, (২২-জুন) সোমবার রাতে ঢাকা থেকে আসা রিপোর্টে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, কৃষিব্যাংকের এক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, মাধবপুর থানার দুই এসআই  ৯জন পুলিশ সদস্য সহ মোট ২২জনের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে । আরও জানা যায়, উপজেলায় (২৩ জুন এ রিপোর্ট  লেখা পর্যন্ত)  কোভিট–১৯  এ আক্রান্ত নতুন আরো ১৪ জন সনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে   এবং মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন। এর  মধ্যে একজন অবসরপ্রাপ্ত নারী স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএ এইচ এম ইশতিয়াক মামুন প্রেসনিউজ২৪ ডটকম কে জানান, উপজেলায় কোভিট–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে  বাড়ছে।এ পর্যন্ত ৮৯ জনের কোভিড–১৯ পজিটিভ রিপোর্ট  পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন সুস্থ্য হয়ে ছাড় পত্র পেয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here