কক্সবাজারের পেকুয়ায় ত্রাণ কেলেঙ্কারীতে ইউএনও প্রত্যাহার, পরে স্থগিত

0
কক্সবাজারের পেকুয়ায় ত্রাণ কেলেঙ্কারীতে ইউএনও প্রত্যাহার, পরে স্থগিত

প্রেসনিউজ২৪ডটকমঃ কক্সবাজার সংবাদদাতা: ত্রাণের চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার হওয়া কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জানিয়েছেন, ত্রাণ নিয়ে নয়-ছয়ের ঘটনা তদন্তের স্বার্থে আপাতত ইউএনও’র বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একটি রুটিন বদলি। তাই যে কোনো কিছুই ঘটতে পারে। আপাতত ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা পেকুয়াতেই থাকছেন। এমন ঘটনা আমার ক্ষেত্রেও ঘটতে পারে। কে জানে কাল আমি বদলি হবো না।

প্রসঙ্গত, সম্প্রতি ১৫ টন চাল কেলেঙ্কারির অভিযোগে পেকুয়ার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই ১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকাসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে সাঈকা সাহাদাতের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here