ঝিনাইদহে প্যানেল মেয়রকে আহত করে ত্রাণের টাকা লুটের ঘটনায় মানব বন্ধন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকন্ডুু পৌরসভার প্যানেল মেয়র মো: খাইরুল ইসলামকে আহত করে তার সাথে থাকা পৌরসভার ত্রাণের ৫ লক্ষ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় থানায় মামলা করেছে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার পৌর ভবন প্রাঙ্গনে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা এক মানব বন্ধন কর্মসুচী পালন করেছে।

এ সময় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু এহেনো নিন্দনীয় ঘটনার প্রতিবাদ সহ অবিলম্বে মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।মামলার বিবরণ ও আহত খাইরুল ইসলাম জানান, গত বৃহ:বার সন্ধ্যায় পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমনের আক্রমন এড়াতে ঘরে থাকা স্বল্পআয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে পার্বতীপুর বাজারস্থ তার নিজ কারখানায় প্যাকেটিং কাজ তদারকির সময় পার্বতীপুর গ্রামের সাইফুল ইসলাম টিপু মল্লিক ও কামাল মল্লিকসহ অজ্ঞাত ২/৩ জন ত্রাণ সামগ্রী প্যাকেটিং কাজে বাঁধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে লোহার রড় ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে তাকে আহত করে।

এ সময় তার সাথে থাকা পৌরসভার ত্রাণ কাজে খরচের জন্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নেয় আঘাতকারীরা। যে টাকা ঐদিনই দুপুরে সোনালী ব্যাংক থেকে হিসাব নং-২৪০৫০০১০১২৪২৭ এর চেক নং-৬৪৫৫৩৭৬ থেকে উত্তোলন করা হয় বলে পৌর মেয়র জানিয়েছেন। বর্তমানে খাইরুল ইসলাম হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপে¬ক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সাইফুল ইসলাম টিপু মল্লিক এর সাথে যোগাযোগ করলে জানান যে মুহুর্তে আমি ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিলে প্যানেল মেয়র খাইরুল ইসলাম আমাকে একসাথে ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান এ ঘটনায় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু এজাহার নামীয় ০২ জন সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে। যার নং-০৫/৫৮, তাং-০২/০৪/২০২০। আসামীদের সত্তর গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এদিকে যে মুহুর্তেদেশে মহামারী আকারে করোনা ভাইরাস কভিড-১৯ সংক্রমন এড়াতে মানুষ দিশেহারা, কাজকর্ম ছেড়ে খেয়ে না খেয়ে ঘরের অভ্যন্তরে রয়েছে, সেই মুহুর্তে এহেনো নেক্কারজনক ঘটনায় মানুষের মনে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here