শশীভূষণে মৎস্য খামারে প্রতি পক্ষের বিষ প্রয়োগে কয়েক হাজার মাছ নিধনের অভিযোগ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে ইদ্রিস হাজারীর মৎস্য খামারে প্রতিপক্ষের বিষ প্রয়োগে কয়েক হাজার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এত প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ইদ্রিস হাজারীর মৎস্য খামারে
এ ঘটনা ঘটে।

মৎস্য খামারের মালিক ইদ্রিস হাজারী অভিযোগ করে বলেন, বৃস্পতিবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ ইয়াকুব আলীর স্ত্রী ইয়ানুর বেগম ও তার ছেলে ইয়ামিন আমার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। বিষের প্রতিক্রিয়ায় খামারের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় কয়েক হাজার পিচ মাছ নিধন হয় এবং আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন হাওলাদার শুক্রবার সকালে মৎস্য খামারের মাছ নিধন পরিদর্শন করে আসেন। তিনি আরো বলেন এ বিষযে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here