মতলব উত্তরে ইউএনও শারমিন আক্তারের বিশেষ অভিযানে মেঘনা নদীতে ১৩ জেলে আটক

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরাকালে ১৩ জেলে, ২টি নৌকা ও প্রায় ৮০ হাজার মিটার জাল আটক করা হয়েছে।
শনিবার রাত ১০ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন । আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার কালিরচর গ্রামের শাহাজাহান বেপারীর ছেলে মোঃ নাছির (৬০),চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের গৌরঙ্গ চন্দ্র বর্মনের অতুল (২২),মহারাজ বর্মনের ছেলে মনরঞ্জন(২৩), মহাদেব চন্দ্র বর্মনের ছেলে জয়দেব(২০) মহাদেব চন্দ্র বর্মনের ছেলে সোহাদেব চন্দ্র বর্মন(২০), ফেলানী চন্দ্র বর্মনের ছেলে মধাব বর্মন(২০), শেখ ফরিদের ছেলে সুজন(২০) লাল মিয়া সরকারের ছেলে সুমন(২৮) সরকারপাড়া গ্রামের আঃ রহমান ছৈয়ালের ছেলে আঃ ছালাম(৪৫), জহিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে তাজু(৩৫)ও ছেরাজল হক প্রধানের ছেলে মনজিল (৫০)সহ ১৩ জন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন এ ২২ দিন মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোনো জাল নৌকা নিয়ে জেলেদের নামতে দেয়া হবে না। অমান্য কওে নদীতে নামলে কঠোর ব্যবস্থা।দেশের ইলিশ সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here