রাজধানীর রমনা বটমূলে “ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩ র” আলোচনা সভা অনুষ্টিত।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তরে উপজেলার ছেংগার চর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩ এর আলোচনা সভা অনুষ্টিত হয় ঢাকার রাজধানীর রমনা বটমূলে। শুক্রবারের এই আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩র,প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি প্লার্টফর্ম তৈরি করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করা এবং ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩র, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে কি ভাবে পূর্নঃ মিলনী অনুষ্ঠান করা যায় এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।  শুরুতেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ উজ্জল ফরাজী বলেন  ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩,সংগঠনকে কি ভাবে সুসংগঠিত করা এবং  আগামী ডিসেম্বর মাসের পূর্নঃ মিলনী অনুষ্ঠান করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ছেংগার চর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ জাকির হোসেন সওদাগরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আবদুল মান্নান,সিরাজুুল ইসলাম, জুয়েল মিয়াজী,রেজাউল করিম, ফজলুল হক, জাকির হোসেন,আশরাফুজ্জামান বাবু, শ্যামল কুুমার বারৈয় ,আলমগীর হোসেন, গোলাম মাসুুদ।

এ আলোচনা সভায়  আরও উপস্থিত ছিলেন মানিক খান,ডাঃ মোঃ বোরহান উদ্দিন মোল্লা, মানিক মিয়া,আক্তার হোসেন, আলাউদ্দিন, লুৎফুর রহমান স্বপন, বিমল চন্দ্র, ছানাউল্লা,ফয়েজ মিয়া। ডিজিটাল সেতুবন্ধন-১৯৯৩, সংগঠনের ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা নাছরীন, রেহেনা পারভীন কচি, নূসরাত আবেদীন,কামরুন নাহার কুমকুম প্রমুখ।