চাঁদপুরে ১০০ কিমি মধ্যে আজ রাত থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

0

প্রেসনিউজ২৪ডটকমঃকামরুজ্জামান হারুন চাঁদপুর প্রতিনিধি: মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ কিলোমিটার নদী উপকুলীয় এলাকায় ইলিশ ধরা যাবে না।

এ সময় অর্থাৎ আগামী ৯ থেকে ৩০ অক্টোবর ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, সরকার ঘোষিত ২২ দিনের এই অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা টাস্কফোর্স তৎপর রয়েছে। নিষেধাজ্ঞার সময়ে কোন জেলে নদীতে নামতে পারবে না। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে।

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের উদ্যোগে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিন ও হাইমচর উপজেলার জেলে পল্লী, মৎস্য ব্যবসাকেন্দ্রসহ পাড়া মহল্লায় ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের মাঝে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় প্রায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here