বরগুনা তালতলীতে দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব  তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৭বছরের কারাদন্ড ও সাড়ে ৩লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার কড়াইবাড়ীয়া বাজার থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ
করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হেলেঞ্চাবাড়ীয়া গ্রামের আঃ রহিমের পুত্র মনিরুল ইসলাম পটুয়াখালী জেলার গলাচিপা গ্রামীণ ব্যাংক শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে চাকুরী করতেন। (তার পরিচিতি নং-২৬৮৯১) এ সময় ওই ব্যাংকের অর্থ আত্মসাত করেন তিনি। কর্তৃপক্ষ ওই অর্থ আত্মসাতের দায়ে পটুয়াখালীর বিজ্ঞ বিশেষ জজ আদালতে মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা নং জিআর ৪৫/১২। ওই মামলায় বিজ্ঞ বিশেষ জজ আদালত ২০১৭সালে মনিরুল ইসলামের বিরুদ্ধে ৭বছর সশ্রম কারাদন্ড ও ৩লক্ষ ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন।  তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, ৭বছরের কারাদন্ড ও সাড়ে ৩লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here