গুজবে কান দেবেন না, গুজবকারীদের বিরুদ্ধে তথ্য দিন: ইউএনও শারমিন আক্তার।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আশেফ মাহমুুদ সংগ্রাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গুজব বিরোধী সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে অত্র সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

বক্তব্যে তিনি বলেন, গুজবে কান দেবেন না, গুজবকারীদের বিরুদ্ধে তথ্য দিন। আমরা আইনগত ব্যবস্থা নিবো। এসব গুজব শুনে কেউ নিজে ক্ষতিগ্রস্থ হবেন না, অন্যকেও ক্ষতির হাত থেকে বাঁচান। যারা দেশ ও সমাজের ভাল চায় না, তারাই এসব গুজব ছড়াচ্ছে। ইউএনও শারমিন আক্তার আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। এটা সরকারের একটি বড় প্রকল্প। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ আরো সমৃদ্ধিশালী হবে। এটা একটি মহল সহ্য করতে পারছে না। সেতু নির্মাণে মাথা লাগবে বলে গুজব ছড়িয়ে দিয়েছে। আপনারা এসব গুজবে কান দেবেন না। গলাকাটা সন্দেহে কাউকে মারধর করবেন না।

এমন কাউকে পাওয়া গেলে আগে নিশ্চিত হবেন তারপর সাথে সাথে আমাদেরকে অথবা পুলিশকে জানাবেন। বা ৯৯৯ এ কল দিয়ে জানাবেন। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বেনজির আহমেদর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here