চাঁদপুরের শাহরাস্তিতে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,স্বজনদের হাসপাতালে হামলা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা ঘেরাও করে শনিবার রাতে  হাসপাতাল ভাংচুর করে।  জানা যায়, উপজেলার সেনগাঁও গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (২৬) সন্তান প্রসবের ব্যাথা অনুভব করলে তাকে শুক্রবার  রাতে পপুলার হাসপাতালে স্বজনরা ভর্তি করায়। রাত ১২ টায় কর্তব্য রত চিকিৎসক ডাঃ আরিফুল হক ও ডাঃ নাজমুন্নাহার মিতু তাকে সিজারিয়ান অপারেশন করান। এতে জান্নাতুল ফেরদাউস কন্যা সন্তান জন্ম দেন।

এদিকে রাত ২টায় জান্নাতুল ফেরদাউসের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে  শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ  তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ দিকে শনিবার(১ জুন) বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদাউস মৃত্যুবরণ করেন। সন্ধ্যায়  মৃতদেহ ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে শাহরাস্তির পপুলার হাসপাতালের সামনে নিয়ে আসলে আত্মীয় স্বজন ও এলাকাবাসি বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে তারা হাসপাতালে ভাংচুর করে।
 খবর পেয়ে শাহরাস্তি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতাকে বুঝিয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি।  অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here