মহেশপুরে সাবেক কমান্ডার মালেক গাজিকে গার্ডঅব অনার ও জানাযা শেষে মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন

0
মহেশপুরে সাবেক কমান্ডার মালেক গাজির মৃত্যু,গার্ডঅব অনার ও জানাযা শেষে মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড.আব্দুল মালেক গাজী শনিবার সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করণ করেছেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে ড.আব্দুল মালেক গাজির বয়স হয়েছিলো (৭৯) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেঝেন।

শনিবার বিকালে ড.আব্দুল মালেক গাজিকে মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবন চত্তরে গার্ডঅব অনার,কফিনে পুস্পমাল্য অর্পন ও পরে মহেশপুর কেন্দ্রী জামে মসজিদ চত্তরে জানান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নিজ গ্রাম পান্তাপাড়া স্কুল মাঠে২য় জানাযা শেষে মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমবুল হোসেন, কামালুজ্জামান, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান,মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা রবিউলআওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা আবু তালেব, যুদ্ধ কালিক কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বাপন, বীরমুক্তিাযোদ্ধা আব্দুর রহমান, বীরমুক্তিাযোদ্ধা আলী হোসেন, বীরমুক্তিাযোদ্ধা মোশারেফ হোসেন, বীরমুক্তিাযোদ্ধা কালিপদ পালসহ হাজারো মানুষ।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড.আব্দুল মালেক গাজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here