প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টারঃ গতকাল সোমবার ১১ই মার্চ নবীগঞ্জ সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডে মসজিদ উদ্ভোদন উপলক্ষে দোয়াও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।ঐতিয্যবাহী এই স্ট্যান্ডে আনুমানিক ৩০ বছর আগে একটি এবাদত ঘর ছিল।তৎকালীন সময়ে এবাদত ঘরের প্রতিষ্ঠাতা ছিল সেক্রেটারি মরহুম আকরাম হোসেন।
তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর তার সুযোগ্য সন্তান মোঃ রানার সার্বিক তত্বাবধানে সিএনজি ও অটোরিকশা চালক ভাইদের সহযোগিতায় ছোট পরিষরে একটি মসজিদ নির্মান করা হয় এবং দোয়াও মিলাদমাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে দোয়া করেন রসনবাগ জামে মসজিদের পেশ ইমাম আমিনুল ইসলাম আল কাদরী।
এই মসজিদ তৈরী হওয়ায় সিএনজি ও অটোরিকশা চালক ভাইদের এবাদ করা সহজ হলো।উক্ত মিলাদ মাহফিলে উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় সভাপতি মোঃ ফয়সাল,ব্যবসায়ী রতন মাস্টার,,রাজু,নাদিম,পাপ্পু,লিটন,হাসেম,আল আমিন,শাহাজালাল,বাপ্পী,মোঃ দেলোয়ার,হোসেন সহ সিএনজি ও অটোরিকশা চালক ভাই এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।