হৃদয়ের আকুতি –আবু নাসির

0
হৃদয়ের আকুতি –আবু নাসির

 

হৃদয়ের আকুতি
–আবু নাসির
যেদিন এই পথে আর আমি হাঁটবো না
সেদিন কি এই পথ আমায় স্মরণ করবে!
হয়তো ভুলে যাবে না হয় আফসোস করবে
আচ্ছা বলুন তো পথেরাও কি একা হয়ে যায়?
পাড় ভাঙা নদী যেমন গ্রাস করে বাস্তু ভিটা
পথ কি তেমন পথিক হারা হয়ে ঝরাবে অশ্রু!
আমি আনমনে মেঠো পথে হাঁটি মমতা নিয়ে
পথের মায়া এমনই মায়া যা হারালে পথিক কাঁদে।
আহা পথ! সেই কৈশর হতে তোমার প্রেমে পড়ে
বার বার আসি ফিরে হেঁটে হেঁটে ঘ্রান বুক ভরে নিতে।
যখন আমি থাকবো না সেদিন আমার পায়ের শব্দ
এই পথ শোনার জন্য কি অপেক্ষা করবে অনন্ত কাল!
আমার অসীমে পাড়ি দেয়া মন এই পথ কোথায় পাবে
দূর্বাঘাস, সবুজ লতা পাতায় মোড়ানো এই পথ।
হে মোর সৌন্দর্য বিলাসী জগদাত্রী মা জননী
তুমি আর তোমার মেঠো পথ আমার তৃষিত হৃদয়ের সুধা।
আমি ওপারের জগতে তোমাদের খুঁজবো
আকুতি মোর তোমরা কোন দিন ভুলো না আমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here