গৌরীপুরে সেরা আদিব ও তরী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে

0
গৌরীপুরে সেরা আদিব ও তরী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান,গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার (১৯ ফেব্রুয়ারি/২৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহবুব হাসান। শেখ রাসের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবিং প্রতিযোগিতা তাহমিন ইসলাম আদিব ও রিফাহ তাসনিয়া তরী উপজেলায় চ্যাম্পয়ান হয়েছে। আদিব গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র। আদিবও গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এছাড়াও সে উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান এবং উপস্থিত বক্তৃতায় ২য়স্থান অর্জন করেন। তরী যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি দম্পতির কন্যা। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. আব্দুল কাদির, সাংবাদিক মো. রইছ উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here