বিজয় দিবস উপলক্ষে ছেংগারচরে পৌর আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
বিজয় দিবস উপলক্ষে ছেংগারচরে পৌর আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ  খান মোহাম্মদ কামাল ঃচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রথমে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর অঅওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর ছোট ছেলে রাশেদুল হোসেন চৌধুরী রনি।

আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান), আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোকলেছুর রহমান মাস্টার, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জকির খান, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের নেতা মোঃ শামীম প্রধান, পৌর যুবলীগের সদস্য মোঃ কামরুজ্জামান কামাল, ছেংগারচর কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা।

এরপর মতলভ উত্তর উপজেলা অঅওয়ামী লীগ কর্তৃক ঘোষিত দলীয় কর্মসুচির অংশ হিসেবে একটি বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিটি ছেংগারচর পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় হইতে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় শত শত নেতাকর্মীরা বার বার দরকার শেখ হাসিনার সরকার, মতলবের উন্নয়নে দরকার মায়া ভাই, মায়া ভাই। ৭ জানুয়ারি সারা দিন নৌকায় মার্কায় ভোট দিন সমিছিলে মিছিলে মুখরিত করে পৌর দলীয় কার্যালয় চত্ত্বর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, পৌর আওয়ামী রীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, পৌর আওয়ামী লীগের ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ৮ নাম্বার ওয়ার্ড শাখার বোরহান উদ্দিন প্রধান, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার সর্দার, আওয়ামী লীগ নেতা আলমগীর, মনিরুল হক ভুইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম অপু, পৌর যুবলীগের সভাপতি আমিনুল হক বেপারি, ছেংগারচর পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন,মোঃ নাজমুল খান, রেজাউল করিম ডেঙ্গু, ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি জনি সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ফকির,যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন বেপারী, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ সরকার, আওয়ামীলীগ নেতা নূরে আলম সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোর্শেদুল হক হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, কলেজ ছাত্রলীগ নেতা সোহেল, সুমন,আরমান কাজী, রিয়াদ,সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে । দীর্ঘ নয় মাস পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তিনি আরো বলেন, রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দেয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বিজয় দিবসের শপথ নিয়ে দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দেশের উন্নয়নের স্বার্থে আগামী ৭ জানুয়ারি উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে আর মতলবের উন্নয়নের জন্য আমার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ভোট দেওয়ার আহবান জানান। বাংলাদেশে রাজনীতির সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে রাশেদুল হোসেন রনি চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যেটা, সেই রাজনীতিকে এরা ধ্বংস করতে চায়।

এ অপশক্তিকে আজকের দিনে অঙ্গীকার আমরা রুখবো। এ অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়, মূল্যবোধে যারা বলীয়ান, আমরা তাদের আত্মশক্তিতে বলীয়ান বলে ভাবি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি বিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, এ অপশক্তিকে আমরা প্রতিহত করবো, পরাজিত করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো শেখ হাসিনার নেতৃত্বে।তিনি তার প্রয়াত বড় ভাই সাজেদুল হোসেন রনি চৌধুরীকে স্মরণ করে বলেন,আজকে এই সকল প্রগ্রামে আমার বড় ভাই যিনি এইমতলবটাকে একটি সুন্দর বাগান সাজিয়েছিলো।

এই মতলবে উন্নয়নে বাবার থেকে দিন-রাত পরিশ্রম করেছেন। যুবরীগ,ছাত্রলীগকে অত্যান্ত শক্তিশালি সংগঠনে পরিণত করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here