প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পোস্ট অফিস রোড এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ডাইং কারখানা, এসব কারখানায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গার্মেন্টসের জুট ও কাঠ। ডাইং কারখানায় জ্বালানি হিসেবে জুট ও কাঠ ব্যবহার করার কারনে বিষাক্ত কালো দোয়া নির্গত হয়। এর ফলে এলাকাবাসী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
একাকাবাসী বারবার এসব কারখানায় অভিযোগ করে কোন প্রকার প্রতিকার না পেয়ে, সিনিয়র সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, বরাবর লিখিত আকারে অভিযোগ জানায়। গত ৩/১২/২০২৩ ইং তারিখে অভিযোগ জানানো হলেও এ সংবাদ লেখা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণের উদ্যোগের খবর জানা যায়নি ।