ছেংগারচর পৌর-নির্বাচনে মেয়র পদে ১০ কাউন্সিলপদে ৭৮ জনের মনোনয়নপত্র দাখিল

0
ছেংগারচর পৌর-নির্বাচনে মেয়র পদে ১০ কাউন্সিলপদে ৭৮ জনের মনোনয়নপত্র দাখিল

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক নারীসহ দশ জন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৫ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র
জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রবিবার (১৮ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন হলেন,আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের মেয়র আমেনা বেগম, নুরুল হক সরকার, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম হোসেন, মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, আতিকুর রহমান, আব্দুল ওয়াদুদ মাষ্টার ।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৫ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৬জন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩ জন। ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮জন, ২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫জন, ৩নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন, ৪নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন, ৫নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫জন, ৬নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪জন, ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯জন, ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন ও ৯নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩জন মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আগামী ১৯ জুন মনোনয়নপত্র বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার, ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৩ হাজার ৩শ’৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ২ জন, আর মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৩শ’ ৩৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here