প্রেসনিউজ২৪ডটকমঃ মু. আ. মোতালিব, তালতলী থেকে॥ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেয়া বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনায় বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার (৬ ফেব্রুয়ারি)
বেলা ১২ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। স্থানীয়দের আত্মকর্মসংস্থান ও নদী ভাঙন রোধ করার জন্য এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু‘র সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ, রাখাইন, জেলে ও কৃষকসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।এতে তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন হাওলাদার, তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু,ইউপি সদস্য আবদুল লতিফ নান্টু, সাবেক ইউপি সদস্য আলম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৭ অক্টোবর তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনা বরগুনা জেলার তালতলী উপজেলাধীণ তেতুলবাড়িয়া এলাকায় জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতির পর থেকেই শিল্পমন্ত্রনালয়েরপ্রতিনিধি দল দফায় দফায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকা পরিদর্শন করেন।
তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু , নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ শিল্প মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দলও স্থানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের আশ^াস দেন। কিন্তু অজ্ঞাত কারনে বর্তমানে প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতির ৪ বছর অতিবাহিত হলেও জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কোন আভাস পাওয়া যায়নি।