ভোলায় ৮ কোটি টাকার বিদেশি শাড়ি জব্দ, আটক ৫

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলায় ৮ কোটি টাকার বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-কাপড়সহ বিভিন্ন ধরনের ড্রেস জব্দ ও ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ভোলা সদর উপজেলার তুলাতলী এলাকার মেঘনা নদী দিয়ে পাচারকালে এসব জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম (৩০), নূর ইসলাম (৩৬), মোম আসাদুজ্জামান (৩৮), শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৮)। কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত রোববার (২১ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড।

এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা একটি নৌ-জাহাজ থেকে ৮ কোটি টাকার বিদেশি শাড়ি-কাপড় জব্দ ও ৫ চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড়ের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রি পিস , ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল ও ১ হাজার ৪ শত পিস ওড়না। জব্দ শাড়ি-কাপড় এবং আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here