করোনা টিকার দ্বিতীয় চালান বাংলাদেশে আসছে সোমবার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডর দ্বিতীয় চালান দেশে আসছে কাল সোমবার। রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মারা ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকার কারণে বাংলাদেশ ও ভারতে সরকারি ছুটি চলছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে কখন দেশে টিকা আসছে। তবে এটি নিশ্চিত যে, সোমবার টিকার দ্বিতীয় চালান আসছে।

গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী, গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান আসে ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে শুরু করে শনিবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here