নারায়ণগঞ্জ শহরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার: আজ পবিত্র আশুরা। ফোরাত নদীর তীরে কারবালা ট্রাজেডি স্মরণে সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হয়। দিনটি উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে।

রবিবার (৩০শে আগষ্ট) বাদ আসর কঠোর নিরপত্তার মধ্য দিয়ে চুনকা চেয়ারম্যান কুটিরে খানকায়ে দারুল ইশক এ ফাতেহা শরিফ শেষে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি আলী আহাম্মদ চুনকা সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড় হয়ে পূনরায় খানকায়ে দারুল ইশক প্রাঙ্গণে এসে শেষ হয়।

উল্লেখ্য, হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। মুসলিম বিশ্ব বিশেষ করে শিয়া মুসলমানরা এ দিনটিকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে।

এসময় মিছিলটিতে উপস্থিতি ছিলেন, নাজিম উদ্দিন নাজিম, আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল, ফাইজুল ইসলাম রুবেল, গোলাম মোস্তফা চঞ্চল, গোলাম সারোয়ার শুভ ও মোঃ মঞ্জু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here