আজ সূর্যগ্রহণ, খালি চোখে না দেখার সতর্কবার্তা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আজ ২১ জুন বিশ্বের অনেক দেশে বলয় সূর্যগ্রহণ ঘটবে। কঙ্গো, ইথিওপিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে, আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে বলে জানিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। উপযুক্ত সোলার ফিল্টার ও ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন,করোনা সংক্রমণের কারণে এবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনো পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে না। তবে এখানে কর্মরতদের জন্য সীমিত পরিসরে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা ২০২২ সালের ২৫ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here