রাজধানীতে বিনা প্রয়োজনে বের হওয়ায় ৫৮৫ জন গ্রেফতার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের নবম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার এবং মোবাইল কোর্টে ১২৯ জনকে ১৫৬৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪১৪ টি গাড়িকে ৮৯২৫০০টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করা হয়। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here