মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ছেংগারচর পৌরসভা,দূর্গাপুর,এখলাছপুর ও জহিরাবাদ ইউনিয়ন কোয়াটার ফাইনালে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামাল হোসেন খান, মতলব (টচাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক
অনুর্দ্ধ-১৭ এর কোয়াটার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। কোয়াটার ফাইনাল খেলা শেষে ইতিমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) উপজেলা পর্যায়ে ছেংগারচর পৌরসভা,দূর্গাপুর ইউনিয়ন,এখলাছপুর ইউনিয়ন ও জহিরাবাদ
ইউনিয়ন সেমিফাইনালে উন্নীত হয়েছে।

আগামীকাল এ চারটি দল সেমিফাইনালে খেলবে। কোয়াটার ফাইনাল খেলাল উভয়ই খেলাগুলোই ইত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ন হয়েছে। বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার সময় মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ছেংগারচর পৌরসভার ও মোহনপুর ইউনিয়নের মধ্যকার বঙ্গবন্ধু (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নমেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় সকল খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ,ছেংগারচর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শামছুজ্জামান ডলারসহ বিভিন্ন নেতৃবৃন্দসহ শত শত ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

দিনের প্রথম খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে দূর্গাপুর ইউনিয়ন ফরাজীকান্দি ইউনিয়নকে পরাজিত করে,দুপুরের দ্বিতয়ি কোয়াটার ফাইনাল খেলায় এখলাছপুর ইউনিয়ন ১-০ গোলে ষাটনল ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে বিকেল সাড়ে ৪টার সময় অনুষ্ঠিত তৃতীয় কোয়াটার ফাইনাল খেলায় ছেংগারচর পৌরসভা ২-০ গোলে মোহনপুর ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অজর্নন করে।

বিকেল সাড়ে ৫টার সময় অনুষ্ঠিত সর্বশেষ কোয়াটার ফাইনালে জহিরাবাদ ইউনিয়ন ৩-১ গোলে ফতেপুর পূর্ব ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) এ চারটি দলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান দল আগামী ২২ মে চাঁদপুর জেলা পর্যায়ে মতলব উত্তর উপজেলার চ্যাম্পিয়ান দল হিসেবে খেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here