ছেংগারচর রাইজিং সান ইন্টার ন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রাইজিং সান ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠান বিকেলে আদুরভিটি গৈপুর গ্রামে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে চলে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা,বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা,সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,সর্বশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল দর্জী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন মহুয়সী নারী মিসেস জাহানারা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাইজিং সান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ফজিলতের নেছা বেবী আক্তার। কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আব্দুল মজিদ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ,মাথাভাঙ্গা নিউ লাইফ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আঃ মান্নান,রাইজিং সান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক নাজমা বেগম,জুলেখা বেগম,রহিমা বেগম, মোঃ জিয়াউর রহমানসহ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গৈপুর গ্রামে মেধাভিত্তিক শিক্ষাবিস্তারের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষানুরাগী ড.মোঃ জসিম উদ্দিন রাইজিং সান ইন্টারন্যাশনাল নামে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি এ স্কুলটি ভালো ফলাফল করে সুনাম ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here