পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পা রাখলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সোয়া ৪টার দিকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অজিদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি। বাংলাদেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যাবে অজি দলের পুরো বহর। সেখানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে অজি দলের সদস্যরা।

সেখানে চলবে তিনদিনের রুম কোয়ারেন্টাইন। এর আগে, বেলা সাড়ে ৯টায় জিম্বাবুয়ে সফর শেষ করে ঢাকায় আসেন সাকিব-মাহমুদউল্লাহরা। সেখান থেকে টিম হোটেলে চলে যান টাইগাররা। এবারের অস্ট্রেলিয়া সিরিজে কঠোর জৈব সুরক্ষা বলয় অবলম্বন করা হচ্ছে। মূলত অজিদের চাহিদা অনুযায়ীই এ আয়োজন। সে কারণে এবার টিম হোটেলে থাকতে পারবে না অন্য কোনো অতিথিরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে এসেছে অজিরা।

চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে এই সফরে নেই ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসনের মতো শীর্ষ তারকারা। এই সফরে অস্ট্রেলিয়া দলকে কে নেতৃত্ব দেবেন সেটাও এখনও জানায়নি অজিরা।বাংলাদেশে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলনে যোগ দিতে পারবে তারা। এরপর ৩ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে তারা।

দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

সফরসঙ্গী রিজার্ভ: ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান,মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here