অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। দুই দলের লড়াইয়ে মাঠে নামার আগে এ নিয়েই চলছে নানা কৌতূহল। বাংলাদেশের মতো ভারতের সামনেও শিরোপা জয়ের হাতছানি। তবে দক্ষিণ আফ্রিকার পচেফন্ট্রুমে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে যারাই চাপহীন ক্রিকেট খেলতে পারবে তাদের হাতেই উঠবে যুব বিশ্বকাপের ট্রফি।

বাংলাদেশের প্রথম নাকি ভারতের পঞ্চম শিরোপা? যুব বিশ্বকাপে বরাবরের মতোই শক্তিশালী দল ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। অন্যদিকে বাংলাদেশ শিরোপা জয় তো দূরে থাক, এর আগে ফাইনালেও খেলার যোগ্যতা অজর্ন করতে পারেনি। সবশেষ ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেমিফাইনালে খেলে বাংলাদেশ।

আকবর আলীর নেতৃত্বে এবারই প্রথম যুব বিশ্বকাপের ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, স্বাগতিক আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বাংলাদেশ রবিবার ভয়ঢরহীন ক্রিকেট খেলতে পারলেই কাঙ্ক্ষিত শিরোপা নিশ্চিত করতে পারবে।

ট্রফির লড়াইয়ের ঠিক আগের দিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ বলেন, পুরো টুর্নামেন্টে দুই দলই ভালো খেলে এখানে এসেছে। তবে আমরা যদি দল হিসেবে পারফর্ম করতে পারি তাহলে শিরোপা জেতা সম্ভব। ট্রফি জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী বলেন, পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি সেই ধারা অব্যাহত রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব। আমাদের টার্গেট চাপ মুক্ত থেকে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here