টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়ের হাতছানি আজ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশের সামনে প্রথম টি-টোয়েন্টি জয়ের হাতছানি আজ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ২০০৬ সালের ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে কোন টুর্নামেন্টে অংশ নেয় টাইগাররা।

এরপর আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে তিনবার ফাইনালে খেলেও শিরোপার স্বাদ নিয়ে পারেনি বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কোন টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনালে উঠলো সাকিবের দল। তাই এবার শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘুচিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিততে চায় টাইগাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এপর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান।

এরমধ্যে চারবার আফগানরা, দু’বার জয় পায় বাংলাদেশ। তবে জয় দিয়ে লিগ পর্ব শেষ করায় ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটের তকমাটা পেয়েছে বাংলাদেশই। ফাইনালের আগে দুঃশ্চিন্তায় রয়েছে আফগানিস্তান। কারণ লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগান অধিনায়ক রশিদ খান।

ফলে ফাইনালে রশিদের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে আফগান স্পিনারদের দলের ব্যাটসম্যানরা ভয় পায় না বলে স্পষ্ট জানিয়েছেন মোসাদ্দেক। আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ৬০ থেকে ৭০ ভাগ পারফরমেন্স দিতে পারলেই আফগানিস্তানকে হারানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here