প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। তবে প্রথমার্ধে মাঝামাঝি সময়ে সুযোগ কাজে লাগিয়ে একমাত্র গোলটি করে মতলব উত্তর উপজেলা দল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর। এর ফলে আসন্ন ফাইনালে মুখোমুখি হবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। আগামী শুক্রবার (৩ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এই শিরোপা লড়াই। সেমি ফাইনাল ট্রফি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আরডিসি আল এমরান খান, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার রহমত উল্লাহ, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসিফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব’সহ অন্যান্যরা।
খেলা শেষে মাঠে উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টরা বলেন, ফাইনালে জেলার দুই ঐতিহ্যবাহী দল মুখোমুখি হওয়ায় দর্শক ও সমর্থকদের জন্য একটি জমজমাট ফুটবল উৎসব অপেক্ষা করছে।





