প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্টে মহেশপুর,কোটচাঁদপুর,জীবননগর,চৌগাছাসহ দেশের বিভিন্ন এলাকার খেলোয়াররা এ খেলাই
অংশো গ্রহন করে আসছেন।
গতকাল সোমবার বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে চৌগাছা বনাম বৌচিতলার মধ্যে সেকেন্টফাইনাল খেলা। খেলাই বৌচিতলা ৩-২ গোলে চৌগাছাকে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বৌচিতলা বনাম খালিশপুরের মধ্যে ফাইনাল খেলা। খেলাই ঢাকা,খুলনা ও যশোরের ফুটবল খেলোয়াররা অংশো গ্রহন করবেন বলে জানান তন্ময় স্পোটিং ক্লাবের পরিচালক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।





