প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী ওলামালীগ গৌরীপুর উপজেলা শাখা কর্তৃক ইউনিয়ন পর্যায়ে কমিটির অনুমোদন প্রদানের লক্ষ্যে রবিবার (১২ মে) বিকেলে ১৪৮, ময়মনসিংহ -৩ গৌরীপুর সংসদীয় আসনের এমপি এডভোকেট নিলুফার আনজুম পপি’র বাসভবনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান আজাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এর ইউনিয়ন শাখা কমিটি অনুমোদনের সাথে সাথে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনের উপর জোর তাগিদ দেন নেতৃবৃন্দ। কমিটির সকল সদস্য নিজ দায়িত্বে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের ২ নং গৌরীপুর ইউনিয়ন শাখা কমিটি ও ৭নং রামগোপালপুর ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী ওলামালীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মো: কারীম উদ্দিন, ২ নং গৌরীপুর ইউনিয়ন শাখার আহবায়ক হাফেজ কারী মো: আব্দুল কাইয়্যুম, যুগ্ম আহবায়ক মো: আবু তালেব ও সদস্য সচিব হাফেজ মো: জহিরুল ইসলাম। ৭নং রামগোপালপুর ইউনিয়ন শাখার আহবায়ক ক্বারী মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক মো: শহীদ উল্লাহ ভূইয়া ও সদস্য সচিব মো: নওশের আলী।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী ওলামালীগের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ময়মনসিংহ জেলা শাখার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ।
উল্লেখ্য যে,আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান মাদানীকে আহবায়ক, মাওলানা আজিজুল হক(আজিজি) কে যুগ্ম-আহবায়ক ও মাওলানা যোবায়ের আহম্মেদ তারেক কে সদস্য সচিব করে গৌরীপুর উপজেলা পরিষদ মসজিদ চত্বরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান এর উপস্থিতিতে রবিবার (২৮ এপ্রিল) ৮ নং ডৌহাখলা ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।