প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি শপথ গ্রহণ শেষে রোববার (২১ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় আসেন।
তাঁকে গৌরীপুরের প্রবেশদ্বারে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল কালাম ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তিসহ দলীয় নেতাকর্মীরা।এরপরে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন নবনির্বাচিত এমপি এডভোকেট নিলুফার আনজুম পপিকে। বিভিন্ন সংগঠন তোরণ নির্মাণ করেন।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে নবনির্বাচিত এমপিকে বিজয়মালা প্রদান করেন। রাস্তার দু’পাশে শতশত নেতাকর্মী দাঁড়িয়ে ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করেন পৌরবাসী। একই সময় পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান খান মিথুনের নেতৃত্বেও এমপিকে সংবর্ধিত করা হয়।গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েয়ের কোমলমতি শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এমপিকে।
স্বাগত জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুব আহাম্মেদ ও প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। এমপি’র শৈশবের নিজবিদ্যালয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা পপি আপা, পপি আপা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে বিদ্যায় প্রাঙ্গণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার ও শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে সংবর্ধিত করেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে সহকারী শিক্ষকগণ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।