তালতলীতে মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

0
তালতলীতে মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী(বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে বিভিন্ন এলাকায় সরকারী আশ্রায়ন কেন্দ্রেসহ সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে মধ্যরাতে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। রবিবার(১৪ জানুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার বিভিন্ন সরকারী আশ্রায়ন কেন্দ্রের সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন ইউএনও সিফাত আনোয়ার তুমপ।

ঐ রাতে ৩০০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। জানা যায়, উপজেলায় বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। এই
কনকনে শীতে অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ চরম বিপাকে পড়ছেন। ঠিক তখনই কনকনে শীত উপেক্ষা করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে উপজেলার আশ্রায়ন কেন্দ্রগুলোসহ বিভিন্ন এলাকায় ঘুরে সুবিধাবঞ্চিত,দরিদ্র ও অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা।

তীব্র শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো। নলবুনিয়া আশ্রায়ণের আ. রহমান বলেন, প্রচণ্ড শীত পড়লেও কেউ শীতের কাপড় দেয় না। একটা কম্বলের জন্য অনেক মানুষের কাছে গেছি কিন্তু কেউ দেয়নি।এখন ইউএনও এই রাতে একটা কম্বল দিয়েছে। এই শীতে একটু শান্তিতে গুমাতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে সরকারি আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত অসহায় দরিদ্র মানুষগুলো। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here