প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মন্ত্রী পাচ্ছেন নান্দাইলবাসী। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।
গত ৭ জানুয়ারি নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সালাম। সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ীদের বুধবার সকালেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীনতার পর নান্দাইলের জনসাধারণ মন্ত্রী পায়নি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালামের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত সাধ পূরণ হতে যাচ্ছে। সদ্যসমাপ্ত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আব্দুস সালাম নৌকা প্রতীক নিয়ে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
পরাজিত প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে পান ৬৩ হাজার ১০০ ভোট। আব্দুস সালাম ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে আবারো নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।