নির্বাচন সঠিকভাবে হলে জাতীয় পার্টি অংশ নেবে : জি এম কাদের

0
নির্বাচন সঠিকভাবে হলে জাতীয় পার্টি অংশ নেবে : জি এম কাদের

প্রেসনিউজ২৪ডটকমঃ ডেস্ক নিউজ:নির্বাচন সঠিকভাবে হলে জাতীয় পার্টি অংশ নেবে এমন শর্তের কথা উল্লেখ করে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথেই আছি। কি হবে তা এখনো কেউ জানে না, যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সাথে আছি।

শনিবার দলের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে নিজের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নির্বাচন প্রসঙ্গে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যদি সঠিকভাবে হয় তবেই অংশ নেব। যদি মনে করি সঠিকভাবে নির্বাচন হচ্ছে না, তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব। ঘোষণাটা আমাদের তরফ থেকেই আসতে হবে। দলীয় নেতাকর্মীদের সাথেই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন নিয়ে কোনো একক সিদ্ধান্ত হবে না, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে জি এম কাদের বলেন, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি। তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। আমার বলার অধিকার তো আছে।প্রকাশনা অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, গ্রন্থ দুটির ওপর মূল আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সিনিয়র সাংবাদিক সফিকুল করিম সাবু, শাহজালাল ফিরোজ, বইয়ের প্রকাশক আবুল বাশার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here