প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর নয়া পল্টনে গত শনিবার বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে ১৬৪ জনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে।
এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও রয়েছে।রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে বিএনপির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হন কনস্টেবল আমিনুল পারভেজ। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হওয়া মামলায় এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।