যুবদলের পদবঞ্চিত হয়েও “জোসেফ” বিশাল শোডাউন নিয়ে মহাসমাবেশে যোগদান

0
যুবলের পদবঞ্চিত হয়েও “জোসেফ” বিশাল শোডাউন নিয়ে মহাসমাবেশে যোগদান

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীর বিশাল শোডাউনে মহাসমাবেশে যোগদান করেছেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টনের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ১দফা দাবি মানতে হবে ও সরকারের পদত্যাগসহ গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে স্লোগানে মুখরিত করে তুলেন জোসেফ এর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদল

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সকলকে কর্মসূচী সফল করার আহবান জানান। তিনি বলেন, শেখ হাসিনার প্যাদত্যাগ ছাড়া  এই সংকট দুর হবে না। আজকের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান,আমির হোসেন, জুয়েল রানা, এম এ এম সাগর, আঃ রহমান, আলী নওশাদ আনোয়ার তুষার, কাজী সোহাগ,আখতারুজ্জামান মৃধা, পারভেজ মল্লিক,জাকির হোসেন, সুমন ভূঁইয়া, জাহাঙ্গীর প্রধান,,আল মামুন, বিল্লাল হোসেন , নুর আলম খন্দকার ,সোহেল মাহমুদ মিজানুর রহমান মিজান, নূর আলম প্রধান, কাজী নূর আলম,আখতার হোসেন, ইলিয়াস হোসেন, কামরুল হাসান, মাহবুব মন্ডল , সেলিম খন্দকার, মোজাম্মেল হক , হাজ্বী সাইদুর রহমান সাইদ,মোঃ মুসা, মিঠু আহমেদ, সাঈদ মুন্সী, মোস্তাফিজুর রহমান বাহার, ফারহান আহমেদ রুবেল, রানা আহমেদ মইনুল, ইসলাম ভূঁইয়া, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, শাহীন ঢালী, বাপ্পি সিকদার, মাহমুদুল হাসান মাসুম, দুলাল হোসেন,ফয়সাল মোল্লা,এম আউয়াল, আবু সুফিয়ান, আলফু প্রধান,সোহেল প্রধান,গাজী শফিকুল ইসলাম মিন্টু,মনোয়ার হোসেন মনা,হানিফ ব্যাপারী,আনোয়ার সানি,হুমায়ূন কবীর, ইব্রাহিম বাবু, আলমগীর হোসেন, খায়রুল ইসলাম,আঃ রাহিম,আঃ সালাম, মল্লিক সোহেল, রুবেল হোসেন, হারুন উর রশীদ, আল আমিন খান,মহিউদ্দিন আহমেদ,পান্না হায়দার খান হিরা,ইউসুফ খান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here