২৮ অক্টোবর সমাবেশের নামে আগুন সন্ত্রাস করলে রাজপথে সমুচিত জবাব দেয়া হবে : মায়া চৌধুরী

0
২৮ অক্টোবর সমাবেশের নামে আগুন সন্ত্রাস করলে রাজপথে সমুচিত জবাব দেয়া হবে : মায়া চৌধুরী

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতেই এসেছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই এসেছি। আগামী ২৮ অক্টোবর সমাবেশের নামে আগুন সন্ত্রাস করলে রাজপথে সমুচিত জবাব দেয়া হবে।শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্দিষ্ট সময়ে সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যেই কাজ করেছেন অবশ্যই সেই কাজের মূল্যায়ন পাবেন। বুধবার (২৫ অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে মতলব পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আন্দোলনের নামে কোনো অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বিএনপি-জামায়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মায়া চৌধুরী বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতসহ আরও অনেকেই মাঠে নামতে চায়। আন্দোলন করুক এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবার ঐ রকম অগ্নিসন্ত্রাস বা কোন ধ্বংসাত্মক কাজ করে বা কোন ধরনের দুর্বৃত্ত পরাণতায় জড়ায় আমরা কিন্তু ছাড় দেব না। এটাই বাস্তবতা। আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ।তিনি আরোও বলেন, যারা দলীয় নেতাকর্মীদের হয়রানি করছেন, মামলা দিয়েছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই।

আপনারা দলের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করেন। এগুলো বরদাশত করা হবে না।মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

এসময় সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকলীগের সাবেক আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার ঘোষ,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, আওয়ামীলীগ নেতা ফারুক পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আল আমিন ফরাজী, সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি প্রমূখ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী,সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার শুভা, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া,জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আহসান উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাদেশ্যাম চন্দ্র সাহা, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন,উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন,মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন,’ মোঃ খোরশেদ আলম, এসএম নোমান দেওয়ান,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন সহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here