সিদ্ধিরগঞ্জ থানায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বিএনপির ৪৪ জনের আগাম জামিন

0
সিদ্ধিরগঞ্জ থানায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বিএনপির ৪৪ জনের আগাম জামিন

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ থানার গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মী।বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপত রাকিবুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা আব্দুল হাই রাজু, আব্দুল হালিম জুয়েল ,লুৎফর রহমান খোকা, মোস্তফা কামাল মেম্বার,মোঃ আলী,হাজী শহিদুল্লাহ, যুবদল নেতা শেখ মোহাম্মদ অপু, শ্রমিক দলনেতা আব্দুল্লাহ মামুন, আকবর হোসেন,রাজা মিয়া,জাকির হোসেনসহ বিএনপিও অঙ্গসংগঠনের ৪৪জন ।

হাইকোর্টে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।উল্লেখ্য- সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে ৪৮জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here