প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন কালে নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় গুরুতর ৩ জন সহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
গতকাল শুক্রবার ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় ভোলায় জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম’র অফিস কক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সরোয়ার আলম খান এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেক কাটা, আলোচনা সভা শেষে শোভাযাত্রা হওয়ার কথা পূর্ব নির্ধারিত ছিলো।
এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিলো। কর্মসূচীর দিন সকাল ১০ টায় কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা রোডের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কিছুদূর গেলেই পুলিশের বাধার সস্মুখীন হয়ে পুলিশের নির্দেশ অনুযায়ী সেখানেই অবস্থান নেয়।কিছু সময় অতিবাহিত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরহানউদ্দিন থানার গেটে অবস্থান নেয়।
পরে পুলিশের উপস্থিতিতে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি তাজু কমিশনার, কামাল কমিশনার, জোয়েব কমিশনার, কামাল পন্ডিত ও জুয়েল মেম্বারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়াও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলনের বাসায় বোমা হামলা করা হয় বলেও অভিযোগ তিনি বলেন। হামলায় বাসার গ্লাস ভেঙ্গে তার বড় ছেলে মেহেদী হাসান সাগর গুরুত্বর আহত হয়। এবং প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।
এদের মধ্যে ৩ জন গুরুত্বর আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক কবির হোসেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সহ সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, কাজী মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলাম নাছিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলামগীর মাতাব্বর, মৎস্যজীবী দল সভাপতি ফরিদ নকতি, পৌর যুবদল সভপতি হেলাল মুন্সি, উপজেলা তরুনদল সাধারণ সম্পাদক মো. আলী আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুব পন্ডিত ও পৌর ছাত্রদল সহ সভাপতি ফরহাদ চৌধুরী।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন ছাড়াও দৌলতখান, তজুমুদ্দিন এবং চরফ্যাশনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আ’লীগ সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা জোয়েব হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার মোড়ে শান্তি সমাবেশ করছিলেন।
এ অবস্থায় বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে তাদের ওপর হামলা করলে তারা তা প্রতিহত করেন। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।