ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় গড়ে তুলতে নৌকায় ভোট দিন: দিপু চৌধুরী

0
ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় গড়ে তুলতে নৌকায় ভোট দিন: দিপু চৌধুরী

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ শুক্রবার ১৪ জুলাই বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকার এর নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। এসময় প্রধান অতিথি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায়। দেশের উন্নয়ন হয়। আমার বাবা আধুনিক মতলবের রুপকার জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এই পৌরসভার প্রতিষ্ঠাতা।

আমার বাবার হাত ধরেই এ পৌরসভা প্রথশ শ্রেণির পৌরসভা। আপনারা আজকে নিজেকে প্রথশ শ্রেণির নাগরিক। এজন্য আপনারা সবাই আজকে ইউনিয়নগুলো থেকে আলাদা সম্মান পাচ্ছেন। সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, আরিফুল উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। একজন খাঁটি আওয়ামী লীগ পরিবারের লোক।

একজন ভালো ও পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ। কাজেই ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আপনারা আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকারকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশের উন্নয়ন ধরাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।  সাজেদুল হোসেন চৌধুরী দিপু আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।

যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই।তাই উন্নয়নপর ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র লীগের আহবায়ক মনির হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, সদস্য রাধেশ্যাম সাহা, এক্সিম ব্যাংকের পরিচালক বিশিষ্ট শিল্পপতি মাজাকাত হারুন মানিক,

বিশিষ্ট শিল্পপতি মজিবুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সদস্য আতিকুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ সভাপতি বাবুল হোসেন সরদার, নিজাম উদ্দিন রাঢ়ী, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার শুভা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক মেম্বার আবুল হোসেন, পৌরসভার সহায়ক সদস্য শাহআলম সিদ্দিকী, কাউন্সিলর প্রার্থী বোরহান উদ্দিন প্রধান, জামান সরকার,শিউলি আক্তার, বিল্লাল হোসেন, শাহজাহান মোল্লা, শারফুদ্দিন শাওন, আওয়ামী লীগ নেতা শাহআলম মিয়াজী।

এরপরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেস্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকারকে নৌকায় ভোট চেয়ে ছেংগারচর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here