প্রেসনিউজ২৪ডটকমঃ সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মীদেরকে পুলিশ গণ গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন।সরকার তাদের পতন বুঝতে পেরে বিএনপির সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের বাধা দিচ্ছে কিন্তু কোন বাধাই এই গণজোয়ার ঠেকানো যাবে না বলে জানিয়েছেন তিনি।
সেই সাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন মোঃ গিয়াসউদ্দিন। মঙ্গলবার ১১ জুলাই গণমাধ্যমকে এসব অভিযোগ করেন তিনি।জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন অভিযোগ করে বলেন, এক দফা দাবি আদায়ে বিএনপির সমাবেশে যেতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে পুলিশ হামলা চালাচ্ছে।আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাতভর গণগ্রেফতার চালাচ্ছে তারা।
ঢাকায় যাওয়ার জন্য যেসব পরিবহন ভাড়া করা হয়েছিল সেসব পরিবহন কর্তৃপক্ষ তাদের নেয়া অগ্রিম টাকা ফেরত দিয়ে যাচ্ছে এবং জানিয়েছে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকার বুঝতে পেরে গেছে তারা তাদের পতন এবার আর ঠেকাতে পারবে না। তাই তারা জনগণের দাবি আদায়ের সংগ্রামে বাঁধা প্রদান করছে কিন্তু সমুদ্রের ঢেউ কোনো বাঁধাই মানে না। জনগণ এবার রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে ছাড়বে।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে জেলা বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান। অভিযোগে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ কোহিনুর আলম সাংগঠনিক সম্পাদক কাঞ্চন পৌর বিএনপি, দেওয়ান জাকির সহসাধারণ সম্পাদক কাঞ্চন পৌর বিএনপি, মোঃ শিমুল সভাপতি জিয়া মঞ্চ কাঞ্চন পৌরসভা। আব্দুল মজিদ ভূইয়া সভাপতি মোড়াপাড়া ইউনিয়ন বিএনপি। সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী মনির, গাজী মাসুম, হজরত আলী।