মতলব উত্তরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসবে-সাজেদুল হোসেন চৌধুরী দিপু

0
মতলব উত্তরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসবে-সাজেদুল হোসেন চৌধুরী দিপু

প্রেসনিউজ২৪ডটকমঃ  খান মোহাম্মদ কামাল ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া শ্রী শ্রী জগনন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

এসময় প্রধান অতিথি সাজেদুল হোসেন চৌধুরী দিপু শ্রী শ্রী জগনন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহাযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সর্বদা পাশে থাকার অঙ্গিকার করেন।আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চাঁদপুরের সভাপতিজগত আনন্দ পন্ডিত বর্মণ সাহার সভাপতিত্বে আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় উপস্থিথ ছিলেন,ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বক্কও সিদ্দিক খোকন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, স্থানীয় মেম্বার গৌরাঙ্গ, মতলব দক্ষিণ উপজেলা অওয়ামীলীগ নেতা মোঃ ফাুরক পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, মোসাদ্দেক হাওলাদার মামুন,উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী,উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন,উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য মোঃ সদরুল আমিন,সুলতানাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী প্রমূখ।

পরে সেখান থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক গুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here