প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা-১৭ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট সাতজন প্রার্থী। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রবিবার (২৫ জুন) বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, কাজেই সাতজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে একটি দল থেকে দু’জনকে মনোনয়ন দেওয়ায় দুজনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে।এর আগে এ উপ-নির্বাচনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বাছাইয়ে হিরো আলমসহ আট জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
পরবর্তীতে আপিল করলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধতা দেয় নির্বাচন কমিশন।আর বাছাইয়ে বৈধতা পান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান এবং গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে)। তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।