বিদেশে বসে মাতাল হয়ে কে কী প্রেসরিলিজ দিল তাতে কিছু আসে যায় না: নুরুল হক নুর

0
বিদেশে বসে মাতাল হয়ে কে কী প্রেসরিলিজ দিল তাতে কিছু আসে যায় না: নুরুল হক নুর

প্রেসনিউজ২৪ডটকমঃ ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও একাধিক কারণে গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. নুরুল হক নুরকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।এ প্রসঙ্গে নুর বলেছেন, বিদেশে বসে মাতাল হয়ে কে কী প্রেসরিলিজ দিলো তাতে আমাদের কিছু আসে যায় না।

মঙ্গলবার (২০ জুন) ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন নুরুল হক নুর।তিনি বলেন রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনেন না। তাদের নামও বলতে পারবেন না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে চেনেন কি না সন্দেহ! গত পৌনে ২ বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি  ফেসবুক পোস্টে নুর আরও বলেন তিনি ২০টা প্রোগ্রামেও ছিলেন না। গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ও ভ্রতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই। সবকিছু গুছিয়ে আমরাই তাকে একটা গোছানো প্ল্যাটফর্মে এনেছিলাম।

সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না।নুরুল হক নুর আরও বলেন বিদেশে বসে মাতাল হয়ে কে কী প্রেসরিলিজ দিলেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here