প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে প্রতিদ্বন্ধিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার ও ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার।
শুক্রবার (১৬ জুন) পৌরসভার বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু তাহের এর কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে প্রার্থীর প্রস্তাবকারী মোঃ রফিকুল ইসলঅম ও সমর্থনকারী মোঃ শাহিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক সরকার,ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রফসার কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের প্রধান, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা মোঃ নুর উদ্দিন, সমাজ সেবক আঃ মতিন মুফতি,যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রধান, কেরামত উল্লাহ সরকার,হাসান সরকার প্রমূখ।
মনোনয়ন পত্র দাখিল শেষে উপজেলা বটছায় মিলনায়তনে উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৮ নাম্বারর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়তে চান কাউন্সিলর প্রার্থী ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার ও ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার । তিনি এসময় সবার কাছে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য বলেন,আমি এর আগেও একবার কাউন্সিলর হিসেবে অঅমার ওয়ার্ডের জনসাধারণের সেবা প্রদান করেছি। ওয়ার্ডবাসীর সর্বদা সুখে, দুঃখে পাশে ছিলাম।
আমি অঅমৃত্যু এ ওয়ার্ডবাসীর সেবা করবো এটাই উদ্দেশ্য। ৮নং ওয়ার্ডের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আজকে আমি কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করলঅম। এ ওয়ার্ডের জনগণই আমার শক্তি।আমি আমার গ্রামবাসীদেরকে নিয়ে বসেছি যে আমি নির্বাচন করবো কিনা। তারা আমাকে সবাই সমর্থন ও দোয়া করেছেন।আমি জনগণের মনোনীত প্রার্থী ।তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। আমি বিগত দিনেও অত্র ওয়ার্ডের জনগণ আমার পাশে ছিলেন এবং এখনও সবাই আমার পাশে রয়েছে।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। তিনি আরো বলেন আমাদের এই ৮নং ওয়ার্ড সব সময় অবহিলিত থাকে, রাস্তাঘাট উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি। পৌরসভার আমাদের এই ওযার্ড সবচেয়ে বড় একটি ওয়ার্ড। আমি আশা করি ওয়ার্ডের উন্নয়নে আমাকে ভোট দিবেন।
আমি যদি নির্বাচিত হই, তাহলে এই ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে একটি আধুিনক মডেল ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । আমি জামান সরকার, এ বছর কাউন্সিলর না হয়েও ৮নং ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। বিশেষ করে করোনা মহামারি সময়ে এ ওয়ার্ড তথা পৌরসভার গরীব,দুস্থ ও অসহায়দেরকে সহযোগিতা করে তাদের পাশে দাড়িয়েছি।