মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কালাম মাস্টার একজন দক্ষ সংগঠক

0
মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কালাম মাস্টার একজন দক্ষ সংগঠক

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক:আগামী ১৭ জুলাই দেশের আটটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন মামলা-জটিলতার কারণে নির্ধারিত সময়ের দুই বছর পর ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে  এক বছর যাবৎ পৌর প্রশাসক ও ৯টি ওয়ার্ডে সহায়ক সদস্যের মাধ্যমে পৌরসভার কার্যক্রম চলে আসছে।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৩১ মে দেশের অন্যান্য পৌরসভার সাথে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।সে লক্ষ্যে চাঁদপুরের ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরকার আবুল কালাম আজাদ। সে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।এছাড়াও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি একজন মানুষ গড়ার কারিগর। মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও বিএড (১ম বিভাগ) ডিগ্রি অর্জন করেন।১৯৭০ সনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলী গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আসছে।৯০ দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্য নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা পালন করেন।

তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে কারা ভোগ করেন। ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছেংগারচর ইউনিয়ন শাখার সভাপতি দায়িত্ব পালন করেন।তিনি মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বাংলাদেশ স্কাউটস মতলব উত্তর উপজেলার সাবেক কমিশনার,উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণ ব্যাসদী  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।মনোনয়ন প্রত্যাশী সরকার আবুল কালাম আজাদ,১৯৯৬,২০০১,২০০৮,২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেন।

২০০৮,২০১৪ এবং ২০১৯ সালে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে প্রার্থী জয়লাভ করে। এছাড়াও ১৯৯৮, ২০১০ ,২০১১ (উপ নির্বাচন) ২০১৫ ছেংগারচর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র কমিটির আহবায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে প্রার্থী জয় লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here